অস্ট্রেলিয়ার ১০ ডলারের নোটে লেখক, সাংবাদিকের ছবি 

পৃথিবীতে খুব কম দেশই আছে যাদের মুদ্রায় সে দেশের লেখক, কবি, শিল্পী কিংবা সাংবাদিকের ছবি স্থান পেয়েছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব দেশের মুদ্রাতেই অঙ্কিত হয়েছে তাদের জাতির পিতা অথবা কোনো খ্যাতিমান রাজনীতিকের ছবি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
নোটের সামনে অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের ছবি।

পৃথিবীতে খুব কম দেশই আছে যাদের মুদ্রায় সে দেশের লেখক, কবি, শিল্পী কিংবা সাংবাদিকের ছবি স্থান পেয়েছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব দেশের মুদ্রাতেই অঙ্কিত হয়েছে তাদের জাতির পিতা অথবা কোনো খ্যাতিমান রাজনীতিকের ছবি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাংস্কৃতিক ইতিহাস প্রায় ৫০ হাজার বছরের। ১৭৭০ সালের ২৯ এপ্রিল ব্রিটিশ নাবিক জেমজ কুক আদিবাসীদের পরাস্ত করে অস্ট্রেলিয়া দখল করলে শুরু হয় আধুনিক অস্ট্রেলিয়ার যাত্রা। 
প্রশান্ত মহাসাগর উপত্যকায় হাজার হাজার বছর ধরে চলে আসা আদিবাসীদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে কখনো দৃশ্যমানভাবে কখনো সুক্ষ্মভাবে বিলুপ্ত করার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ অধ্যুষিত অস্ট্রেলিয়ায় শাসকরা আধুনিক সভ্যতা ও নগরায়নের পাশাপাশি আধুনিক সাংস্কৃতিক চর্চা ও বিকাশেও থেকেছে বিশেষ মনোযোগী। সেই ধারাবাহিকতা চলছে এখনও। ১৯০১ সালে অস্ট্রেলিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও সাংবিধানিক প্রধান ইংল্যান্ডের রানী।
১৯৬৬ সালের ১৪ ফেব্রুয়ারি  প্রথম 'অস্ত্রেলিয়ান পাউন্ড'  থেকে 'অস্ট্রেলিয়ান ডলার' এর প্রচলন শুরু হয়। তখনই অস্ট্রেলিয়ান ১০ ডলারের নোট চালু করা হয়। ২০১৭ সালের জুন মাসে সম্পূর্ণ নতুন নকশায় অস্ট্রেলিয়া যে ১০ ডলারের ১২৮ মিলিয়ন নতুন নোটের প্রচলন করে তাতে অঙ্কিত হয় সে দেশের দুজন সাংবাদিক-লেখকের ছবি। তারা হলেন অ্যান্ড্রু বার্টন প্যাটারসন (১৭  ফেব্রুয়ারি ১৮৬৪- ৫ ফেব্রুয়ারি ১৯৪১) এবং ডেম মেরি জিন গিলমোর (১৬ আগস্ট ১৮৬৫- ৩ ডিসেম্বর ১৯৬২)।
প্যাটারসন মূলত সাংবাদিক হলেও তিনি অস্ট্রেলিয়ান জীবন নিয়ে গীতিনাট্য ও কবিতা লিখেছেন। নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিনালং অঞ্চলে তিনি তার শৈশব কাটিয়েছিলেন। অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের  উল্লেখযোগ্য কবিতার মধ্যে আছে ক্ল্যান্সি অফ দ্য ওভারফ্লো, দ্য ম্যান ফ্রম স্নো রিভার এবং ওয়াল্টজিং মাটিল্ডা। ১৯৪১ সালের ৫ ফেব্রুয়ারি প্যাটারসন মারা যান।

নোটের পেছনে ডেম মেরি জিন গিলমোরের ছবি।

ডেম মেরি জিন গিলমোর ছিলেন একজন সাংবাদিক। তিনি ছিলেন একজন অসামান্য বক্তা। জাতীয় পর্যায়ে তার বক্তৃতার জন্য তিনি ছিলেন ব্যাপক পরিচিত। গিলমোর গল্প এবং কবিতাও লিখতেন। অস্ট্রেলিয়ান সাহিত্যে তার আলোকিত অবদান আছে।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

11h ago