পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ৩২

পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি।
আজ বুধবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পেরুর রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।
পুলিশ কমান্ডার সিজার সার্ভেন্টেস গণমাধ্যমকে বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয় বছর ও তিন বছরের শিশু রয়েছে।'
দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।'
এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা গণমাধ্যমকে জানিয়েছেন, বাসটি একটি পাথরে আঘাত করেছিল। এরপরই এটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
এর আগে গত রোববার পেরুর আমাজন নদীতে দুই নৌকায় ধাক্কায় ২২ জন নিহত হন। ওই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ আছেন। এর দুই দিন আগে, দক্ষিণ আমেরিকার দেশটির দক্ষিণ-পূর্বে আরেকটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হন।
Comments