ইউরোপ

রাশিয়ার নির্বাচনের আগে বিরোধী দলীয় নেতা নাভালনির অ্যাপ বন্ধ

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে রাশিয়ার কারাবন্দি বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির ‘স্মার্ট ভোটিং অ্যাপ’ সরিয়ে নিয়েছে।
ছবি: রয়টার্স

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে রাশিয়ার কারাবন্দি বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির 'স্মার্ট ভোটিং অ্যাপ' সরিয়ে নিয়েছে।

এ বিষয়ে নাভালনির দলের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলার পর গুগল ও অ্যাপল এই ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার রাশিয়ায় নিম্নকক্ষ বা স্টেট দুমা গঠনের জন্য তিন দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। সম্প্রতি সরকারবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে জনমত জরিপে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও ধারণা করা হচ্ছে নির্বাচনে তারাই জিতবে।

নাভালনি ও তার মিত্ররা মোবাইল অ্যাপের মাধ্যমে একটি কৌশলগত প্রচার চালাতে চেয়েছিলেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাব্য ভোটারদের এই অ্যাপের মাধ্যমে একতাবদ্ধ করে ইউনাইটেড রাশিয়া পার্টিকে পরাজিত করতে চেয়েছিলেন। 

রাশিয়া সরকার এই মাসে অ্যাপটি সরিয়ে দেওয়ার জন্য অ্যাপল ও গুগলের কাছে দাবি জানায়। সঙ্গে আরও জানায়, এই দাবি না মানা হলে সেটাকে তাদের সংসদীয় নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিক অ্যাপল বা গুগলের কোনো প্রতিনিধিকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাশিয়া জানায়, দুটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে।

নাভালনির একজন প্রবাসী মিত্র আইভান ঝাদানভ শুক্রবার জানান, অ্যাপগুলো সরিয়ে ফেলা রাজনৈতিক নিয়ন্ত্রণের সমতুল্য।

তবে, ইন্টারনেট পর্যবেক্ষকরা জানিয়েছেন, অ্যাপল একই সঙ্গে রাশিয়ায় 'প্রাইভেট রিলে' সুবিধাটিও বন্ধ করে রেখেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখতে পারতেন।

রাশিয়ার জাতীয় সংসদ রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ 'স্টেট দুমা'র ভোট গ্রহণের আগে ইতোমধ্যে নাভালনির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বলা হয়েছে মিত্রদের অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখার জন্য। 

আইভান আরও বলেন, 'স্টোরগুলো থেকে নাভালনির অ্যাপ মুছে দেওয়া রাজনৈতিক নিয়ন্ত্রণের খুবই লজ্জাজনক একটি উদাহরণ। রাশিয়ার স্বৈরাচারী সরকার ও তাদের পক্ষে প্রচারণাকারীরা এই সংবাদে খুবই উল্লসিত হবেন।'

 

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

1h ago