দক্ষিণ এশিয়া

মোদির জন্মদিনে ২ কোটির বেশি টিকা দিয়েছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার দুই কোটির বেশি মানুষকে টিকা দিয়ে রেকর্ড গড়েছে ভারত।
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার দুই কোটির বেশি মানুষকে টিকা দিয়ে রেকর্ড গড়েছে ভারত।

এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে আড়াই কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বিজেপি সরকার। এর আগে চীন জুন মাসে এক দিনে সর্বোচ্চ ২ কোটি ৪৭ লাখ মানুষকে টিকা দিয়ে রেকর্ড গড়ে।

আজ শুক্রবার দুপুরের মধ্যে এক কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এরপরই মন্ত্রী এবং বিজেপি নেতারা টুইটে আরও বেশি মানুষকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানান।

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান আরএস শর্মা এনডিটিভিকে জানান, সরকারের ট্র্যাকারে দেখা গেছে আজ প্রতি সেকেন্ডে প্রায় ৮০০, মিনিটে প্রায় ৪৮ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে বিজেপি তিন সপ্তাহ ধরে টিকার প্রচারণা চালিয়েছে। আড়াই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করেছে বিজেপি।

আগামী বছর যে সাতটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানকার শতভাগ ভোটারদের টিকা দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গণটিকা কর্মসূচি চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়। শুরুতে স্বাস্থ্যকর্মীদের এবং পর্যায়ক্রমে মে মাস থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেওয়া হয়। দেশটিতে গণটিকা কর্মসূচির ৮৫ দিনে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর ৪৫ দিনের মধ্যে ২০ কোটি এবং পরের ২৯ দিনের মধ্যে ৩০ কোটি ভারতীয় টিকা পেয়েছেন।  

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago