কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে বিস্মিত লারা

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ক্রিকেটার নিজের অভিজ্ঞতার আলোকে অনুধাবন করতে পারছেন এমন সিদ্ধান্তের কারণ।
ছবি: সংগৃহীত

বিরাট কোহলির ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো অবাক করেছে ব্রায়ান লারাকে। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ক্রিকেটার নিজের অভিজ্ঞতার আলোকে অনুধাবন করতে পারছেন এমন সিদ্ধান্তের কারণ। কোহলির নেতৃত্ব ছাড়ার পেছনে কেবল একক নয়, ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থ জড়িত বলেও মনে করছেন ক্যারিবিয়ান রাজপুত্র খ্যাত লারা।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত গুঞ্জনের অবসান ঘটান কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এই সংস্করণের ভারতীয় দলের অধিনায়কত্ব আর না করার ঘোষণা দেন তিনি। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এমন সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন হলেও ব্যাটিং ক্যারিয়ারকে আরও লম্বা করতে চাপমুক্ত থাকতে চান তিনি।

রবিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে লারা বলেছেন, সাফল্যের ধারায় থাকলেও কোহলির টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়া জাগিয়েছে বিস্ময়, 'আমি বিস্মিত হয়েছিলাম কারণ আমি মনে করি, সে অসাধারণভাবে দায়িত্ব পালন করেছে এবং দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর সবকটিকে হারিয়েছে।'

lara
ছবি: এএফপি

তবে অধিনায়কত্ব থেকে দূরে থাকার ইতিবাচক দিকও দেখতে পাচ্ছেন ৫২ বছর বয়সী এই সাবেক তারকা, 'অধিনায়ক হিসেবে এটা আসলে তার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ এটার পরই তার টি-টোয়েন্টি অধিনায়কত্বের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা খুবই বিস্ময়কর। কিন্তু সে যে মাত্রার নিবেদন নিয়ে খেলে, তাতে আমি অনুভব করি, মাঝে মাঝে (নেতৃত্ব থেকে) একটু দূরে থাকা এবং ক্রিকেটের অন্য আরেকটি সংস্করণে মনোযোগী হওয়া তার জন্য ভালো ব্যাপার হবে।'

নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক বলেছেন, 'আমি যখন খেলতাম, তখন একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বেশ কয়েকবার আমি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছি কারণ এটা খুবই, খুবই চাপ হয়ে যাচ্ছিল।'

লারা আশা প্রকাশ করেছেন, সিদ্ধান্ত কোহলির একার হলেও গোটা ভারতীয় ক্রিকেট এতে উপকৃত হবে, 'আমি কোহলির অবস্থানে নেই কিন্তু আমি নিশ্চিত যে, সে কেবল ব্যক্তিগত কারণে সিদ্ধান্তটি নেয়নি। বরং ভারতীয় ক্রিকেটের স্বার্থেই সে এটা করেছে।'

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

6h ago