সপ্তাহে ২ দিন করে টিকা দেওয়া হবে ইউনিয়ন পর্যায়ে: স্বাস্থ্য অধিদপ্তর

কোভিড-১৯ প্রতিরোধে ‘বিশেষ টিকাদান কর্মসূচির’ মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে দুদিন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোভিড-১৯ প্রতিরোধে 'বিশেষ টিকাদান কর্মসূচির' মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে দুদিন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। 

এ ছাড়া, এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে টিকা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়া যাবে। 

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

9h ago