ক্রিকেট

'জোর করে' ছাঁটাই করা হলো আফগান বোর্ডের প্রধান নির্বাহীকে

নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিবউল্লাহ হাক্কানিকে।
নতুন প্রধান নির্বাহী নাসিবউল্লাহ খান হাক্কানি (বামে) ও চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি। ছবি: আফগান ক্রিকেট বোর্ড

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হামিদ শিনওয়ারিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফগান বোর্ড এই ঘোষণা দেওয়ার পর অবশ্য বোমা ফাটিয়েছেন তিনি। হামিদ জানিয়েছেন, জোরপূর্বক তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

ছাঁটাই করার আগে কোনো কারণ দর্শানো হয়নি হামিদকে। আচমকা এক দল ব্যক্তি আফগান বোর্ডের অফিসে ঢুকে প্রধান নির্বাহী পরিবর্তনের নির্দেশ দেয়। তাদের কথা অনুসারে পরে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিবউল্লাহ খান হাক্কানিকে। আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান সরকারের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা এই কাণ্ড ঘটিয়েছে। এই শাখার প্রধান হলেন আনাস হাক্কানি।

মঙ্গলবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে হামিদ বলেছেন, 'গতকাল আমাকে ছাঁটাই করা হয়েছে।'

আগের দিন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছিলেন, 'আজ আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডের অফিসে আসেন এবং আমাকে বলেন, "এসিবির প্রধান নির্বাহী হিসেবে তোমার চাকরি শেষ।" নতুন প্রধান নির্বাহী হিসেবে তিনি পরিচয় করিয়ে দেন নাসিবউল্লাহ হাক্কানিকে। আমি ছাঁটাইয়ের একটি লিখিত আদেশ চেয়েছিলাম। কিন্তু তা পাইনি। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচ মাস আগে আমি প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলাম। আর এখন আমার ছাঁটাইয়ের কারণ আমি জানি না।'

গত মাসে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে হামিদ ছিলেন আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র। তাকে সরিয়ে দেওয়া হলেও আজিজউল্লাহ ফাজলিই এসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তালেবানদের সঙ্গে সভার পরই তিনি এই পদ পেয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Army now has public trust as it stands by the people: PM

Prime Minister Sheikh Hasina today said the country's army has earned public trust and confidence by standing beside the people

1h ago