করোনাভাইরাস

মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৪.৯৯ শতাংশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।
ছবি: স্টার ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।

একই সময়ে ৪০১টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন, নেত্রকোনা ও জামালপুরের ১ জন করে রয়েছে। মৃতদের ৪ জনই নারী।

করোনায় মৃতরা হলেন: জামালপুর সদরের শাহনাজ (৩৫) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেলিনা (৩৫) এবং উপসর্গে মৃতরা হলেন: ময়মনসিংহ সদরের পারুল (৫০) ও ধোবাউড়া উপজেলার হামিদা (৬০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান ডেইলি স্টারকে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১২ জন আছেন। এ ছাড়া, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় ৪০১টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮২৭ জন, সুস্থ হয়েছেন ২০ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ২৮৬ জন।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

9h ago