কমিউটার ট্রেনে জোড়া খুন: গ্রেপ্তার ১

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে গত বৃহস্পতিবার রাতে ২ যাত্রীকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। গ্রেপ্তারকৃত শিমুল মিয়াকে (২০) আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে গত বৃহস্পতিবার রাতে ২ যাত্রীকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। গ্রেপ্তারকৃত শিমুল মিয়াকে (২০) আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাতে সন্দেহভাজন শিমুল মিয়াকে (২০) ময়মনসিংহের কেওয়াটখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের আদালত পরিদর্শক প্রসূন কান্তি দাস ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারকৃতকে আজ বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক মাহাবুবা আক্তার আগামী ২৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৩ সেপ্টেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনে একদল দুর্বৃত্ত ছাদে ভ্রমণরত ৩ যাত্রীর মোবাইলসহ মালামাল ছিনতাইয়ের পর ছুরিকাঘাত করে। এতে জামালপুরের সাগর ও নাহিদ নামে ২ জন নিহত হন ও রুবেল নামে একজন আহত হন।

পরে, নিহত সাগরের মা হনুফা বেগম শুক্রবার রাতে বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন।

Comments

The Daily Star  | English
Metro Rail Extends Service Until 9pm from 16th Ramadan

Metro work: One lane of Kamalapur-TT Para road to remain shut for 6 months

One of the two lanes of Kamalapur-TT Para road will remain closed for six months from today to facilitate the construction of Kamalapur Metro Rail station

1h ago