ফুটবল

শেষ মুহূর্তে ব্রুনোর পেনাল্টি মিসে ইউনাইটেডের হার

ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে অ্যাস্টন ভিলা।
ছবি: রয়টার্স

ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে পেনাল্টি পেল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ফুটবল ভক্তদের চমকে দিয়ে স্পট-কিক নিতে এগিয়ে গেলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তার পরিবর্তে শট নেওয়া ব্রুনো ফার্নান্দেস উড়িয়ে মেরে নষ্ট করলেন সমতায় ফেরার সুযোগ। ফলে অ্যাস্টন ভিলার কাছে অপ্রত্যাশিতভাবে হার মানতে হলো রেড ডেভিলদের।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ভিলা। ম্যাচের শেষদিকে তাদের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার কোর্টনি হাউসে।

গোটা ম্যাচে অবশ্য প্রাধান্য দেখায় ওলে গানার সুলশারের শিষ্যরা। ৬০ শতাংশ সময়ে তারা নিজেদের পায়ে রাখে বল। গোলমুখে ২৮টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে চারটি। অন্যদিকে, সফরকারী ভিলার সাত শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

৮৮তম মিনিটে দগলাস লুইজের কর্নারে হেড করে হাউসে ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে গেয়াকে পরাস্ত করলে উল্লাসে মাতোয়ারা হয় ভিলা। কিন্তু দুই মিনিট পরই হাউসে করে বসেন ভুল। ডি-বক্সে তিনি বলে হাত লাগালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তবে হাউসে শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হননি। কারণ, স্বাগতিকদের হয়ে যিনি নিয়মিত পেনাল্টি নিয়ে থাকেন, সেই ব্রুনো বাজে শটে বল মারেন গোলপোস্টের অনেক উপর দিয়ে। এই পর্তুগিজ মিডফিল্ডারের ব্যর্থতায় চলতি লিগে প্রথম হারের তিক্ত স্বাদ নেয় ইউনাইটেড।

ম্যাচজুড়ে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ ফরোয়ার্ডের নেওয়া চারটি শটের তিনটিই হয় ব্লকড। বাকিটিও থাকেনি লক্ষ্যে। পরে স্পট-কিকও নেননি তিনি। 

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চারে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে অ্যাস্টন ভিলার অর্জন ১০ পয়েন্ট। তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার সাতে। ২০০৯ সালের পর ইউনাইটেডের মাঠে এটাই তাদের প্রথম জয়।

Comments

The Daily Star  | English
Govt reduces fuel price

Diesel price hiked by Tk 1 per litre, petrol and octane by Tk 2.50

The government has hiked the diesel price by Tk 1 per litre, and petrol and octane prices by Tk 2.50 per litre

2h ago