ইকুয়েডরের কারাগারে মাদক চোরাকারবারিদের সংঘর্ষ, নিহত ১১৬

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের এক কারাগারে প্রতিদ্বন্দ্বী মাদক চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত মঙ্গলবার ইকুয়েডরের গুয়ায়েকুইল শহরের কারাগারে অন্তত ৫ বন্দিকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয় এবং বাকিরা গুলিতে মারা যান।
পুলিশ কমিশনার ফাউস্তো বুয়েনানো গণমাধ্যমকে বলেছেন, 'বৈশ্বিক মাদক চোরাকারবারিদের এই কারাগারে রাখা হয়েছিল। কারাগারটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে ৪০০ পুলিশ নিয়োজিত করা হয়।'
বন্দিরা গ্রেনেড হামলাও চালিয়েছিল বলে জানান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইকুয়েডরে মাদক চোরাকারবার চালানো মেক্সিকোর ক্ষমতাবান চোরাকারবারিরা এই সংঘাতের নির্দেশ দিয়েছিলেন।
ইকুয়েডরের কারাগার বিভাগের পরিচালক বলিভিয়ার গারজন স্থানীয় রেডিওকে বলেন, 'পরিস্থিতি ভয়াবহ ছিল। পুলিশ কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু, গত রাতেও গুলি ও সংঘর্ষ হয়েছে। আজ সকালে পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে আসে।'
'কারাগারে প্রবেশের পর আরও অনেক মরদেহ দেখা গেছে,' যোগ করেন তিনি।
Comments