কবি মুহম্মদ নূরুল হুদার জন্মদিনে ‘কুসুমমৌসুম’ প্রকাশ

সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার ৭২তম জন্মদিন উপলক্ষে নবান্ন প্রকাশনী থেকে ‘কুসুমমৌসুম’ কবিতার বই প্রকাশিত হয়েছে।

সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার ৭২তম জন্মদিন উপলক্ষে নবান্ন প্রকাশনী থেকে 'কুসুমমৌসুম' কবিতার বই প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সাহিত্য সংগঠন 'পূর্বপশ্চিম'র আয়োজনে কবি মুহম্মদ নূরুল হুদার জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

মুহম্মদ নূরুল হুদা প্রথিতযশা কবি। একই সঙ্গে তিনি ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। ১৯৪৯ সালে আজকের দিনে তিনি কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

১৯৬০ এর দশকে ঢাকায় লেখক সংগ্রাম শিবির প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

Comments

The Daily Star  | English
Are schools open? Simple issue unnecessarily complicated

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

1h ago