মিশরের এল গৌনা ফিল্ম ফেস্টিভ্যাল ভেন্যুতে আগুন

মিশরে রেড সী রিসোর্টে দেশটির শীর্ষ চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার ঠিক আগের দিন উৎসব ভেন্যুতে আগুন লেগেছে।   
ছবি: বিবিসি

মিশরে রেড সী রিসোর্টে দেশটির শীর্ষ চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার ঠিক আগের দিন উৎসব ভেন্যুতে আগুন লেগেছে।   

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এল গৌনা চলচ্চিত্র উৎসবের ওপেন এয়ার ভেন্যুতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের কারণে শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় অন্তত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

আয়োজকরা জানিয়েছে, আগুনে শুধু উৎসবের একটি ভেন্যু পুড়ে গেছে। তবে, বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। 

২০১৭ সালে মিশরীয় ব্যবসায়ী নাগুইব সাভিরিসের অর্থায়নে উৎসবটি শুরু হয়। তার ভাই সামিহের মালিকানাধীন এল গুনা রিসোর্টে সেটার আয়োজন করা হয়। 

এটি মিশরের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে জাকজমক এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। আগামী ২২ অক্টোবর পর্যন্ত ৮০টি আরব ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের কথা রয়েছে এই উৎসবে।

বুধবার অনুষ্ঠানস্থল থেকে টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে সামিহ সাভিরিস উৎসবে আগত দর্শকদের আশ্বস্ত করে বলছিলেন যে, আগুনে মূল মঞ্চটির কোনো ক্ষতি হয়নি। 

তিনি আরও বলেন, 'আজ রাতেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আগামীকাল, মানুষ এসে বলবে তারা শুধু টিভিতেই আগুনের ঘটনা দেখেছেন।'

Comments

The Daily Star  | English

Heatwave: Secondary schools, colleges in several districts closed tomorrow

All secondary schools, colleges, madrasas, and technical education institutions in several districts across the country including Dhaka, will be closed tomorrow due to the ongoing heatwave

51m ago