বাংলাদেশকে ওমান, পাপুয়া নিউগিনির কাতারে রাখে স্কটল্যান্ড!

খাতায় কলমের হিসাব আমলে নিতে রাজী নন স্কটল্যান্ড কোচ শেন বার্জার
ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপের প্রথম পর্বে 'বি' গ্রুপে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশই পরিষ্কার ফেভারিট। নামে-ভারে-র‍্যাঙ্কিংয়েও সে প্রমাণ স্পষ্ট। তবে খাতায় কলমের হিসাব আমলে নিতে রাজী নন স্কটল্যান্ড কোচ শেন বার্জার। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনির থেকে বাংলাদেশকে ওপরে রাখতে নারাজ তিনি।

রোববার মাস্কাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। তার আগে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপে বার্জার রীতিমতো হুঙ্কারই দিলেন বাংলাদেশকে, 'নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে সব দলকেই বিপদে ফেলতে পারব, এটাই সহজ হিসাব। ছোট সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি আমরা কি করতে পারি। সেরা ক্রিকেট খেললে যেকোনো দলকে হারাব সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি।'

Shane Burger

'বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের থেকে ওপরে দেখছি না। সব দলই আমাদের চ্যালেঞ্জ জানাবে। সবার জন্যই বড় ম্যাচ, আমরা প্রস্তুত।'

বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচগুলোকে ভালো ফল করে বেশ স্বস্তিতে স্কটিশরা। বাংলাদেশ যেখানে অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছে স্কটল্যান্ড সেখানে জিতেছে সবগুলো। বাংলাদেশে প্রস্তুতি ম্যাচে যে আয়ারল্যান্ডের কাছে হেরে তাদেরই হারিয়েছে স্কটল্যান্ড। মূল লড়াইয়ে নামার আগে এটাকে তাই দলের ভালো করার বারুদ মনে করছেন বার্জার, 'প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামার আগে আমাদের জেতার মোমেন্টাম আছে। আমরা নেদারল্যান্ড, নামিবিয়াকে হারিয়েছি। গত কদিন ভালো ক্রিকেট খেলছি।'

Comments

The Daily Star  | English
Preparing for Ramadan's Price Shocks

Power price to go up 4 times a year

The government has drawn up a plan to increase the price of electricity four times a year for the next three years to withdraw all subsidies in the power sector, which the IMF recommends.

1h ago