মালিঙ্গাকে ছাড়িয়ে চূড়ায় উঠলেন সাকিব

৮৯ তম টি-টোয়েন্টিতে এই চূড়ায় উঠলেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ১০৮টি। ১০৭ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা মালিঙ্গা পড়ে গেছেন পেছনে।
Shakib Al Hasan
ফাইল ছবি

রিচি বেরিংটনকে ফিরিয়ে পেয়েছিলেন প্রথম উইকেট। এক বলের ব্যবধানে মাইকেল লিস্কও একইভাবে সাকিব আল হাসানের শিকার। এই উইকেটের সঙ্গেই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে বাংলাদেশের বাঁহাতি তারকার। শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে তিনিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।

রোববার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ক্যারিয়ারের ৮৯ তম টি-টোয়েন্টিতে এই চূড়ায় উঠলেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ১০৮টি। ১০৭ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা মালিঙ্গা পড়ে গেছেন পেছনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ ওভারে সাকিবের বলে ছক্কা মারতে গিয়েছিলেন বেরিংটন। তিনি পার করতে পারেননি বাউন্ডারি। লাইনে দাঁড়িয়ে লাফিয়ে দারুণ দক্ষতায় স্কটল্যান্ডের সেরা ব্যাটারের ক্যাচ হাতে জমান আফিফ হোসেন। এক বল মাঝে রেখে লিস্কও যান একই চেষ্টায়। এবার ক্যাচ হাতে জমান লিটন দাস। রেকর্ড হয়ে যায় সাকিবের।

টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ায় মালিঙ্গা-সাকিবের ঠিক পেছনেই আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। ৮৩ ম্যাচে ৯৯টি উইকেট ৩২ বছর বয়সী এ পেসারের। পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি ৯৮ উইকেট নিয়ে চারে থাকলেও তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসরে গেছেন। 

পাঁচে থাকা রশিদ খানের সুযোগ রয়েছে এদের সবাইকেই ছাড়িয়ে যাওয়া। আফগানিস্তানের এই লেগ স্পিনারের বয়স বিবেচনায় পড়ে আছে বড় ক্যারিয়ার। ৫১ ম্যাচেই তিনি এরমধ্যে নিয়ে নিয়েছেন ৯৫ উইকেট।

রেকর্ড গড়ার দিনে সব সংস্করণ মিলিয়ে ৬০০ উইকেটও হয়ে গেল সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়া ২৩তম বোলার তিনি। তবে বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্বিতীয়। ৭০৫ উইকেট এই তালিকায় উপরে আছেন ড্যানিয়েল ভেট্টোরি। 
 

Comments

The Daily Star  | English
Preparing for Ramadan's Price Shocks

Power price to go up 4 times a year

The government has drawn up a plan to increase the price of electricity four times a year for the next three years to withdraw all subsidies in the power sector, which the IMF recommends.

14m ago