টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

ব্যাটিং নিয়ে চিন্তিত মাহমুদউল্লাহ দিলেন উত্তরণের উপায়

ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক চিন্তায় পড়ে গেছেন দলের ব্যাটিং নিয়ে।
ছবি: টুইটার

ওমানের আল আমেরাত স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজ মুখেই বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সেই ভালো উইকেটে বাংলাদেশ ১৪১ রানের মাঝারি লক্ষ্য ছুঁতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গেছে হেরে। এতে ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক চিন্তায় পড়ে গেছেন দলের ব্যাটিং নিয়ে। পরের ম্যাচগুলোতে এই বেহাল অবস্থা থেকে উত্তরণের উপায়ও অবশ্য জানিয়ে দিলেন তিনি।

রোববার আসরের প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের ম্যাচে ৬ রানে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা স্কটিশরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪০ রান। জবাবে পুরো ওভার খেলেও বাংলাদেশ থামে ৭ উইকেটে ১৩৪ রানে।

প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নিয়ে এখনই শঙ্কা তৈরি না হলেও বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ আছে ঢের। স্কটল্যান্ডের বিপক্ষে বোলাররা আশানুরূপ পারফর্ম করলেও ব্যাটসম্যানরা সামর্থ্যের প্রতিদান দিতে পারেনি। মোট ৪২টি ডট বল খেলেছে দল। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস দ্রুত বিদায় নেওয়ার পর দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম অনেকটা সময় ক্রিজে থাকলেও রানের চাকা ছিল মন্থর। অধিনায়ক মাহমুদউল্লাহও ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ভুগছিলেন। এতে ওভারপ্রতি রানের চাহিদা অনেক বেড়ে যাওয়ায় শেষদিকে আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনরা সমীকরণ মেলাতে পারেননি।

ম্যাচশেষে বাংলাদেশের বিবর্ণ ব্যাটিং নিয়ে কোনো অজুহাত দাঁড় করাননি মাহমুদউল্লাহ, 'হতাশ তো অবশ্যই। হতাশ না হওয়া উচিতও হবে না। আমি খুবই হতাশ। ব্যাটিংই আমাদের চিন্তার জায়গা।'

আগামীতে করণীয় নিয়ে বলতে গিয়ে তিনি সতীর্থ ব্যাটসম্যানদের দেন আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা, 'ব্যাটিংয়ে আমাদের ভালো করতে হবে। আমার মনে হয় যে, আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে, পরিস্থিতি যাই হোক।'

ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার সম্ভাবনাও জানিয়ে রাখেন বাংলাদেশের দলনেতা, 'আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট গভীর। সাইফউদ্দিন নয় নম্বরে খেলে। আমার মতে, ও খুব ভালো ব্যাটসম্যান। আমাদের ব্যাটিং লাইনআপে বা অন্য কিছুতে যদি কোনো পরিবর্তনের দরকার হয়, আমরা সেই চিন্তা করব।'

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

1h ago