আগামী নির্বাচনকে ঘিরে হয়তো এই সহিংসতা: পিটিআইকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে সমস্যা সৃষ্টি করতে হয়তো এই সহিংসতা। তবে যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে সমস্যা সৃষ্টি করতে হয়তো এই সহিংসতা। তবে যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আজ সোমবার সকালে ভারতের বার্তাসংস্থা পিটিআইকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, 'সহিংসতায় উস্কানি দেওয়ার' সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

তিনি বলেন, 'আমরা পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নিয়েছি। তদন্ত চলছে, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে রক্ষা করা হবে। সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সবাই এ দেশের নাগরিক এবং সবাই  সুরক্ষিত থাকবে।'

'এ ঘটনাগুলোর উদ্দেশ্য আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং সাধারণ নির্বাচনের দিকে নজর রেখে উত্তেজনা সৃষ্টি করা। কিন্তু আমরা এই শক্তিকে সফল হতে দেব না,' যোগ করেন তিনি।

এসব ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান জানান, পুলিশের গুলিতে ৪ দাঙ্গাবাজ নিহত হয়েছেন।

'কোন শান্তিপ্রিয় ও ধার্মিক হিন্দু বা মুসলিম কখনোই সহিংসতায় লিপ্ত হবে না' উল্লেখ করে তিনি বলেন, 'আমরা বিএনপি-জামায়াত বা তৃতীয় কোনো শক্তির জড়িত থাকার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। দেশের উন্নয়নের অগ্রগতি রোধ করা এসব হামলার উদ্দেশ্য হতে পারে। আবার পরবর্তী নির্বাচনের আগে দেশের শান্তি বিনষ্ট করার লক্ষ্যেও সহিংসতা হতে পারে।'

চলমান তদন্তের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমরা কুমিল্লার পূজা কমিটিগুলোকে সিসিটিভি ক্যামেরা লাগাতে এবং সজাগ থাকতে স্বেচ্ছাসেবক মোতায়েন করতে বলেছিলাম। কিন্তু তা করা হয়নি।'

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ নিরসনে মন্ত্রী বলেন, 'সরকার কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং শিগগির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে পারব।'

তিনি বলেন, 'আমরা মনে করি এখানকার সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তাদের নিরাপত্তা দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English
Are schools open? Simple issue unnecessarily complicated

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

2h ago