বাংলাদেশ

শিগগির বিশ্ববাসী জানতে পারবে মন্দিরে হামলার মদদদাতা কারা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় তদন্ত হচ্ছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের কয়েক জন ধরা পড়েছে। আশা করছি অচিরেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। তাদের কাছ থেকেই জাতি ও বিশ্ববাসী জানতে পারবে বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় তাদের মদদদাতা ও আশ্রয়দাতা কারা।’
কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। ছবি: স্টার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, 'কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় তদন্ত হচ্ছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের কয়েক জন ধরা পড়েছে। আশা করছি অচিরেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। তাদের কাছ থেকেই জাতি ও বিশ্ববাসী জানতে পারবে বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় তাদের মদদদাতা ও আশ্রয়দাতা কারা।'

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর সার্কিট হাউজ ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে গাজীপুর কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, 'দেশ যখনই এগিয়ে যায়, তখন দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ একটি শ্রেণি নানা ষড়যন্ত্রে মেতে ওঠে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই অপশক্তিরা দেশে বিশৃংখলা সৃষ্টি করে দেশকে পাকিস্তানের মতো অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।'

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার বক্তব্যে বলেন, 'যেখানে যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে সেখানকার মানুষ ততবেশি উপকৃত হবে। গাজীপুরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে আসন সীমিত থাকায় অনেকেই ঢাকার বিভিন্ন স্কুলে ভর্তি হচ্ছে। আশা করছি গাজীপুর কালেক্টরেট হাইস্কুলটি জেলা প্রশাসকের তদারকিতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল সম্পর্কে জাহিদ আহসান রাসেল বলেন, 'এ হাসপাতালে অনেক সীমাবদ্ধতা রয়েছে, চিকিৎসক-নার্স-টেকনিশিয়ানসহ জনবল ও অবকাঠামোগত সংকট রয়েছে। যে পরিমাণ জনবল দরকার তার তিন ভাগের একভাগ জনবলও এখানে নেই। এ সংকট কাটিয়ে উঠতে পারলে অচিরেই জনগণ একটি পুর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা পাবে।'

তিনি আরও বলেন, 'এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সংকট দূর করতে সহযোগিতা করব।'

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী গাজীপুর সার্কিট হাউজের তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী জামিল আহম্মেদ, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার প্রমুখ।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago