ফুটবল

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ঢাকায় চেলসির সাবেক কোচ

সফরসূচির অংশ হিসেবে, আগামীকাল বৃহস্পতিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন গ্রান্ট।
ছবি: এএফপি

২০০৭-০৮ মৌসুমে চমক জাগিয়ে চেলসির কোচের দায়িত্ব পেয়েছিলেন আভরাম গ্রান্ট। মাত্র এক মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে কোচিং করালেও তার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ব্লুজরা। তিনি এবার চার দিনের সফরে পা রেখেছেন ঢাকায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এদেশের ফুটবল উন্নয়ন সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন গ্রান্ট।

বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমানযোগে বাংলাদেশে পৌঁছান পোল্যান্ডের নাগরিক গ্রান্ট।

সফরসূচির অংশ হিসেবে, আগামীকাল বৃহস্পতিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন গ্রান্ট। এরপর মতিঝিলে অবস্থিত বাফুফে কার্যালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। পরদিন কমলাপুরে বাফুফের এলিট একাডেমি পরিদর্শন শেষে আগামী ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ছাড়বেন তিনি।

কোচিং ক্যারিয়ারে বহু ক্লাবের ও একাধিক জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন ৬৬ বছর বয়সী গ্রান্ট। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঘানার দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে ২০১৫ সালের আফ্রিকান নেশন্স কাপে রানার্সআপ হয়েছিল দলটি। গ্রান্ট ২০১৮ সালে সবশেষ ভারতের আইএসএলের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

34m ago