শ্রীলঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা তৃতীয় হার

নয় নম্বর ব্যাটসম্যান আশিকুর জামান ছাড়া দায়িত্ব নিতে পারলেন না কেউ। তাতে লড়াই করার মতো বড় পুঁজি মিলেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে তাই নিয়ে দারুণ লড়াই করল বোলাররা। যদিও শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ফের হেরেছে সফরকারীরা। যুবা টাইগারদের টানা তৃতীয় হারে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল স্বাগতিক দলটি।
ফাইল ছবি

নয় নম্বর ব্যাটসম্যান আশিকুর জামান ছাড়া দায়িত্ব নিতে পারলেন না কেউ। তাতে লড়াই করার মতো বড় পুঁজি মিলেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে তাই নিয়ে দারুণ লড়াই করল বোলাররা। যদিও শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ফের হেরেছে সফরকারীরা। যুবা টাইগারদের টানা তৃতীয় হারে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল স্বাগতিক দলটি।

বুধবার রাঙ্গিরি ডাম্বুলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা। জবাবে ২০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা।

ছোট লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখতে প্রয়োজন ছিল শুরুতেই উইকেট তুলে নেওয়া। মুশফিক হাসানের তোপে সেটা পেয়েও ছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে পবন পাথিরাজার সঙ্গে শেভন ড্যানিয়েলের ৭৫ রানের জুটিতে হতাশা বাড়ে যুবাদের।

এরপর অবশ্য মাত্র ৭ রানের ব্যবধানে ৪টি উইকেট তুলে দারুণভাবে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। এমনকি ২৬ রান পর আরও একটি উইকেট তুলে নিয়েছিল দলটি। কিন্তু অষ্টম উইকেট জুটিতে বানুজা সাহানকে নিয়ে যুবা টাইগারদের ফের হতাশায় ডোবান ড্যানিয়েল। অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন ড্যানিয়েল। ১১৭ বলের ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৫৩ বলে ২টি চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন বানুজা। পাথিরাজার ব্যাট থেকে আসে ৩১ রান। বাংলাদেশের পক্ষে ৪৬ রানের খরচায় ৩টি উইকেট পান মুশফিক। ২টি শিকার আহসান হাবিবের।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বড় চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ও তাহজিবুল ইসলাম রানের খাতা খলার আগেই বিদায় নেন। তবে ইফতেখার হোসেনের সঙ্গে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন আইচ মোল্লা। ৩৮ রানের জুটিতে প্রাথমিক চাপ সামলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। তবে এ জুটি ভাঙতে ২৪ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে ফের বড় চাপে পড়ে দলটি। শঙ্কা জাগে একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার।

তবে নবম উইকেট জুটিতে আহসান হাবিবকে সঙ্গে ৩৮ রানের জুটিতে শতরানের কোটা পার করেন আশিকুর। এরপর নাইমুর রহমানের সঙ্গে ৭১ রানের দারুণ এক জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন আশিকুর।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আশিকুর। ৭৩ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৫৪ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করেন হাবিব। নাইমুরের ব্যাট থেকে আসে ২৭ রান। শ্রীলঙ্কার পক্ষে ৩২ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন ভিনুজা রানপাল। ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন রভিন ডি সিলভাও। এছাড়া ২টি শিকার ওয়ানুজা সাহানের।

Comments

The Daily Star  | English

Dhaka, some other parts of country may witness rain today: BMD

Bangladesh Meteorological Department (BMD) has predicted rains or thunder showers in parts of the country, including Dhaka, in 24 hours commencing 9:00am today

28m ago