ফুটবল

ইউনাইটেড কখনও হাল ছাড়ে না: রোনালদো

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলের হার না মানা মানসিকতার প্রশংসায় মাতেন ৩৬ বছর বয়সী রোনালদো।
ছবি: টুইটার

ম্যাচ শুরুর আধা ঘণ্টার মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে বিরতিতে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে তো তাদের জুড়ি নেই! দ্বিতীয়ার্ধে আতালান্তার জালে তিনবার বল পাঠিয়ে রেড ডেভিলরা লিখল রোমাঞ্চকর প্রত্যাবর্তনের গল্প। আর শেষ বাঁশি বাজার পর জয়সূচক গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো জানালেন, ইউনাইটেড কখনও হাল ছাড়ে না।

বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। টানা দ্বিতীয় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'এফ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ওলে গানার সুলশারের শিষ্যরা।

১৫তম মিনিটে মারিও পাসালিচ ও ২৯তম মেরিহ দেমিরাল লক্ষ্যভেদ করলে ২-০ গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাব আতালান্তা। তবে বিরতির পর গা ঝাড়া দিয়ে ওঠে ইউনাইটেড। ৫৩তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান কমানোর পর ৭৫তম মিনিটে সমতা টানেন হ্যারি ম্যাগুইয়ার। এরপর পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো গড়ে দেন ব্যবধান। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর অবশেষে ৮১তম মিনিটে দলকে উল্লাসের জোয়ারে ভাসান তিনি। বাঁ প্রান্ত থেকে লুক শয়ের ক্রসে অনেকটা লাফিয়ে উঠে দারুণ হেডে নিশানা ভেদ করেন রোনালদো।

ম্যাচশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলের হার না মানা মানসিকতার প্রশংসায় মাতেন ৩৬ বছর বয়সী রোনালদো, 'থিয়েটার অব ড্রিমস (ওল্ড ট্র্যাফোর্ড এই নামেই পরিচিত) উদ্দীপ্ত। আমরা প্রাণবন্ত। আমরা ম্যান ইউনাইটেড এবং আমরা কখনও হাল ছাড়ি না। এটাই ওল্ড ট্র্যাফোর্ড।'

চলতি আসরে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। ভিয়ারিয়াল ও ইয়ং বয়েজের বিপক্ষে আগের দুই ম্যাচেও গোল করেছিলেন তিনি। ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয়বারের মতো এমন দারুণ কিছুর স্বাদ নিলেন তিনি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ২০০৭-০৮ মৌসুমে টানা তিন ম্যাচে গোল পেয়েছিলেন তিনি।

আতালান্তাকে হারিয়ে ইতিহাসও গড়ে ফেলেছে ইংল্যান্ডের সফলতম ক্লাব ইউনাইটেড। দুই বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জেতা ম্যাচের সংখ্যা তিনে উন্নীত করেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে এই কীর্তি আছে কেবল তাদের স্বদেশি ক্লাব আর্সেনালের।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

7h ago