অপরাধ ও বিচার

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

পিরোজপুর সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। আজ শুক্রবার ভোরে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
Pirojpur
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুর সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। আজ শুক্রবার ভোরে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান বলেন, 'পারিবারিক বিরোধের জেরেই স্ত্রীকে ছত্তার হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তহমিনা (৪৫) ওই গ্রামের ছয়ঘর এলাকার আব্দুস ছত্তারের (৫২) স্ত্রী।  স্ত্রী ও শিশু সন্তান সাদিয়াকে (৬) নিয়ে জুজখোলা-চালিতাখালী সড়কের পাশে একটি ছোট ঘরে বাস করতেন ছত্তার। তাদের আরও ৩ ছেলে আলাদা ঘরে বসবাস করেন। এছাড়া তার আরেক মেয়ের বিয়ে হয়েছে।

নিহতের বোনের মেয়ে লিজা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে তহমিনার ঘরে গিয়ে তাকে অনেক ডাকাডাকি করেন। এরপর বাইরে থেকে ঘরের দরজায় তালা দেখে তহমিনার ৩ ছেলেকে ডেকে আনেন। তারা ঘরের দরজা ভেঙে তহমিনার রক্তাক্ত মরদেহ খাটের ওপর দেখতে পান।'

তিনি দাবি করেন, 'ছত্তার বিভিন্ন সময় তার খালা তাহমিনাকে মারধোর করতেন। গতকালও কোনো কারণে ক্ষিপ্ত হয়ে তাহমিনাকে কুপিয়ে হত্যা করেছেন।'

শিকদারমল্লিক ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ছত্তারের প্রতিবেশী সরদার কামরুজ্জামান চাঁন জানান, ছত্তার বিভিন্ন এনজিও'র কাছ থেকে অনেক টাকা ধার করে ঋণে জর্জরিত ছিলেন। গতকাল নিজের ব্যাটারিচালিত একটি অটোরিকশা বিক্রি করতে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে খবর পেয়ে স্ত্রী এবং ছেলেরা অটোরিকশাটি সেখান থেকে নিয়ে আসেন। এ নিয়ে স্ত্রী'র সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এরপর সকালে শুনলাম তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সকালে শিশুকন্যা সাদিয়াকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন তিনি।  

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

1h ago