জাতিসংঘে তালেবানদের আসন না দেওয়ার আহ্বান আফগান নারীদের

জাতিসংঘে তালেবানদের আসন না দেওয়ার আহ্বান জানিয়েছেন একদল আফগান নারী।
ফাওজিয়া কুফি, নাহিদ ফরিদ, আসিলা ওয়ারদাক ও আনিসা শহীদ জাতিসংঘে উপস্থিত হয়ে তালেবানদের আসন না দেওয়ার আহ্বান করেন। ছবি: রয়টার্স

জাতিসংঘে তালেবানদের আসন না দেওয়ার আহ্বান জানিয়েছেন একদল আফগান নারী।

গতকাল বৃহস্পতিবার তালেবানের পরিবর্তে ভালো কাউকে জাতিসংঘে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার আহ্বান করেন তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

সাবেক আফগান রাজনীতিবিদ ও শান্তি আলোচক ফাওজিয়া কুফি নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের বলেন, 'জাতিসংঘের এই আসনটি এমন কাউকেই দেওয়া প্রয়োজন যারা আফগানিস্তানে সবার অধিকারকে সম্মান করে।'

আফগান নারীদের সম্পর্কে তিনি বলেন, 'আমাদের সম্পর্কে অনেক কথা বলা হয়, কিন্তু আমাদের কথা শোনা হয় না। 'সাহায্য, অর্থ, স্বীকৃতি এগুলোর তাদেরকেই দেওয়া প্রয়োজন যেখানে নারীর অধিকারের প্রতি সম্মান এবং প্রত্যেকের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হয়।'

কুফির সঙ্গে সাবেক রাজনীতিবিদ নাহিদ ফরিদ, সাবেক কূটনীতিক আসিলা ওয়ারদাক ও সাংবাদিক আনিসা শহীদ উপস্থিত ছিলেন।

ফরিদ বলেন, 'যখন তালেবান আফগানিস্তান দখল করেছিল... তারা বলেছিলেন, নারীদের পুনরায় চাকরি শুরু করার ও স্কুলে ফিরে যাওয়ার অনুমতি দেবে, কিন্তু তারা সেই প্রতিশ্রুতি পালন করেননি।'

কারা আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে প্রতিদ্বন্দ্বীদের দাবি বিবেচনা করছে জাতিসংঘ। তালেবানরা তাদের দোহা ভিত্তিক মুখপাত্র সুহেল শাহীনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। তালেবান কাবুল দখলের আগে গোলাম ইসাকজাই - জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন। তিনিই আবার এ পদে থাকতে চাইছেন।

Comments

The Daily Star  | English
Are schools open? Simple issue unnecessarily complicated

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

2h ago