১ ম্যাচ জেতার আনন্দে ১২ জন গুলিবিদ্ধ!

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রোববার রাতে ভারতকে হারিয়েছে পাকিস্তান। জয়ের আনন্দ উদযাপনের সময় রোববার রাতে করাচিসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রয়টার্স ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রোববার রাতে ভারতকে হারিয়েছে পাকিস্তান। জয়ের আনন্দ উদযাপনের সময় রোববার রাতে করাচিসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে একজন সাব-ইন্সপেক্টরসহ মোট ১২ জন আহত হয়েছেন।

করাচির ওরাঙ্গি টাউন সেক্টর-৪ এবং ৪-কে চৌরঙ্গিতে লক্ষ্যভ্রষ্ট গুলিতে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গুলশান-ই-ইকবালে আকাশপথে গুলি চালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযানের সময় আরেকটি লক্ষ্যভ্রষ্ট গুলিতে সাব-ইন্সপেক্টর আব্দুল গনি গুলিবিদ্ধ হন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, সচল গোথ, ওরাঙ্গি টাউন, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল এবং মালিরসহ মহানগরীর বিভিন্ন এলাকায় আকাশপথে ফাঁকা গুলি চালানোর ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago