বংশালে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর বংশালের সিক্কাটুলি এলাকায় ছুরিকাঘাতে আনুমানিক (২০) বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের যুবক নিহত হয়েছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর বংশালের সিক্কাটুলি এলাকায় ছুরিকাঘাতে আনুমানিক (২০) বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের যুবক নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিক্কাটুলি বায়তুল আমান জামে মসজিদের সামনের ড্রেনে তিনি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। 

খবর পেয়ে বংশাল থানার পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান মাতুব্বর দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে সিক্কাটুলি এলাকায় ডিউটিতে ছিলাম। তখন খবর পাই, বায়তুল আমান মসজিদের সামনে একটি মোটর গ্যারেজের সামনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তার এক পা ড্রেনে পড়া অবস্থায় পাই। তখনই তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।'

এসআই আরও বলেন, 'ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর চিহ্ন আছে। পরনে ছিল কালো প্রিন্টের শার্ট ও নীল জিন্স প্যান্ট। তার পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Lightning strikes claim 7 lives in 4 districts

At least seven people died and nine others were injured in lightning strikes in Rangamati, Sylhet, Khagrachhari, and Cox’s Bazar districts today

46m ago