অপরাধ ও বিচার

থানার জানালা ভেঙে পালালো আসামি

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালা ভেঙে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশকে ক্লোজড করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বতীপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালা ভেঙে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশকে ক্লোজড করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উপসহকারী পরিদর্শক কেবিএম শাহরিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে ক্লোজ করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

থানা সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর মডেল থানার হাজতের জানালার ৩টি গ্রিল ভেঙে ওয়ারেন্টভুক্ত আসামি মোকারুল ইসলাম (৩২) পালিয়ে যায়।

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি মোকারুল ইসলামকে গতকাল দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে, তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর দ্য ডেইলি স্টারকে জানান, আসামি হাজতখানার পাশের দরজার তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে। পরে স্টোর রুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।

তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের উপসহকারী পরিদর্শক কেবিএম শাহরিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

11h ago