রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা

দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ক্লাসে ফিরতে চাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীরা।
আন্দোলনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাইল ছবি।

দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ক্লাসে ফিরতে চাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. রওশন আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্দোলনরত শিক্ষার্থীরা গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল লতিফসহ ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা ফলপ্রসু হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছেন।'

আন্দোলনকারীদের মুখপাত্র নাজমুল হাসান পাপন আজ সকালে ডেইলি স্টারকে বলেন, 'ভিসি স্যার আমাদের যৌক্তিক দাবি পুরণের আশ্বাস দিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা করে ২০ কার্যদিবসের (২৮ নভেম্বর) মধ্যে সমস্যার সমাধানের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে ফিরতে চান।'  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেকে শিক্ষা কার্যক্রম শুরু করার অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর রওশন আলম বলেন, 'সিন্ডিকেট সভায় চলমান পরিস্থিতে শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছিল। সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে দ্রুততম সময়ে ক্লাস পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে।'  

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত দল আজ থেকে বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত দল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা- সবার সঙ্গে কথা বলে প্রতিবেদন জমা দেবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ ছাত্রের চুল কাটার ঘটনার জের ধরে গত ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।

 

Comments

The Daily Star  | English

Secondary schools to reopen Saturday, primary on Sunday

Academic activities at all secondary-level educational institutions will resume on Saturday, the Ministry of Education said today

3h ago