দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

পাটুরিয়ায় ফেরিডুবি: এখনো উদ্ধার হয়নি ৭ কাভার্ড ভ্যান ও ৩ মোটরসাইকেল 

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজ বুধবার সকালে ডুবে যাওয়া রো রো ফেরি শাহ আমানতে থাকা ৭টি কাভার্ড ভ্যান ও ৩টি মোটরসাইকেল এখনও উদ্ধারের অপেক্ষায় আছে।
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি শাহ আমানতে থাকা যানবাহন উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ হামজা। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজ বুধবার সকালে ডুবে যাওয়া রো রো ফেরি শাহ আমানতে থাকা ৭টি কাভার্ড ভ্যান ও ৩টি মোটরসাইকেল এখনও উদ্ধারের অপেক্ষায় আছে।

পাটুরিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এজিএম (মেরিন) আব্দুস সাত্তার আজ দুপুর সাড়ে ৩টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিকিট যাচাই করে জানা গেছে ফেরিতে ১৭টি কাভার্ড ভ্যান ও ট্রাক এবং ৪টি মোটরসাইকেল ছিল। ফেরি হেলে যাওয়ার সময় ৩টি ট্রাক পাড়ে নেমে যেতে সক্ষম হয়।

পরে ২টি ট্রাক ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে পাড়ে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া, আরও ৫টি কাভার্ড ভ্যান নোঙর করে ঘাটের ৫০০ গজের মধ্যে রাখা হয়েছে বলেও জানান এজিএম আব্দুস সাত্তার।

তিনি জানান, উদ্ধারকারী জাহাজ হামজা এখনো ৭টি কাভার্ড ভ্যান ও ৩টি মোটরসাইকেলের খোঁজে আছে।

এ দুর্ঘটনা কেন হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ফেরির সামনের বাম পাশে একটা ছিদ্র ছিল। সেটি দিয়ে পানি প্রবেশ করে। ফেরি থেকে গাড়ি নামার সময় ফেরির অপর পাশ হেলে গিয়ে আরও পানি প্রবেশ করে। এ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।'

আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ঘাটের দিকে আসছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Army now has public trust as it stands by the people: PM

Prime Minister Sheikh Hasina today said the country's army has earned public trust and confidence by standing beside the people

52m ago