চাঁদপুর

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সই জাল করে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চাঁদপুরের ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন লিটনের বিরুদ্ধে সই জাল করে ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৭২৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন লিটনের বিরুদ্ধে সই জাল করে ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৭২৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য আয়েশা গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

ইউএনও দীপায়ন দাস শুভ আজ বুধবার অভিযোগের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমার কাছে গতকাল লিখিত অভিযোগ এসেছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তাকে দিয়ে একটি তদন্ত করছি।'

অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন সোনালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপকের সঙ্গে যোগসাজশ করে নারী ইউপি সদস্য আয়েশার সই জাল করে ২০১৭ সালের ৫ জানুয়ারি থেকে ২০২১ সালের ২১ অক্টোবর পর্যন্ত ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৭২৪ টাকা আত্মসাৎ করেছেন।

গত ২১ অক্টোবর ব্যাংক থেকে ম্যানেজার পরিচয়ে টাকা তোলার বিষয়ে ওই নারী সদস্যকে ফোন করা হলে তিনি বিষয়টি বুঝতে পারেন। 

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন ডেইলি স্টারকে বলেন, 'আমি ব্যক্তিগত কোনো কাজে একটি টাকাও উঠাইনি। আর প্রতিটি চেকে ওই নারী সদস্য ছাড়াও আমার ও ইউপি সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে এসব টাকা তোলা হয়।'

'বিষয়টি আপনারা তদন্ত করে দেখতে পারেন,' যোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে কচুয়া সোনালী ব্যাংক ব্যবস্থাপক আবু বকরকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago