লুট করা ব্রোঞ্জের মোরগ ফিরিয়ে দিল কেমব্রিজ ইউনিভার্সিটি কলেজ

নাইজেরিয়া থেকে লুট করে আনা একটি ব্রোঞ্জের তৈরি মোরগের ভাস্কর্য ফিরিয়ে দিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটির একটি কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া নাইজেরিয়ান প্রতিনিধিদের কাছে সেটার নথিপত্র ফেরত দেওয়ার ঘটনাকে 'গুরুত্বপূর্ণ উপলক্ষ' বলেও উল্লেখ করেছেন কলেজ প্রধান।
ছবি: বিবিসি

নাইজেরিয়া থেকে লুট করে আনা একটি ব্রোঞ্জের তৈরি মোরগের ভাস্কর্য ফিরিয়ে দিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটির একটি কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া নাইজেরিয়ান প্রতিনিধিদের কাছে সেটার নথিপত্র ফেরত দেওয়ার ঘটনাকে 'গুরুত্বপূর্ণ উপলক্ষ' বলেও উল্লেখ করেছেন কলেজ প্রধান।   

'ওকুকুর' নামের ওই মূর্তিটি ১৮৯৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনী নাইজেরিয়া থেকে লুট করে নিয়ে যায়। পরে ১৯০৫ সালে এক শিক্ষার্থীর বাবা সেটি জিসাস কলেজকে দেয়।

ছবি: বিবিসি

ছাত্রদের দাবির মুখে ২০১৯ সালে প্রত্নবস্তুটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর সেটি হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ বিষয়ে জিসাস কলেজের প্রধান সোনিতা অ্যালেইন বলেন, 'এটি খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি তাদের পূর্বপুরুষের ঐতিহ্যের অংশ।'

তিনি আরও বলেন, 'প্রত্নবস্তুটি ফেরত দেওয়া সঠিক কাজ হয়েছে। তা ছাড়া ব্রোঞ্জের ভাস্কর্যটি নাইজেরিয়ার জনগণের কাছে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকভাবে তাত্পর্যপূর্ণ।'

Comments

The Daily Star  | English

Secondary schools to reopen Saturday, primary on Sunday

Academic activities at all secondary-level educational institutions will resume on Saturday, the Ministry of Education said today

2h ago