আইজিপির স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগে সুপারিশ, আটক ২

ছবি: সংগৃহীত

পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের স্বাক্ষর জাল করে কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইজিপির স্বাক্ষর জাল করে বিষ্ণু বর্মন ও স্বপন সিং নামের দুজন গত ২১ অক্টোবর কনস্টেবল পদে নিয়োগের জন্য এক প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাটের জেলা পুলিশ সুপারের কাছে লিখিত সুপারিশ করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল ওই দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষ্ণু বর্মনের বাড়ি ঝালকাঠি জেলায় ও স্বপন সিংহের বাড়ি পটুয়াখালী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

43m ago