এক বছরেই ব্রাজিলে আমাজনের বন উজাড় বেড়েছে ২২ শতাংশ

গত ১৫ বছরের মধ্যে ব্রাজিলের  আমাজন রেইনফরেস্টে বন উজাড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার (ইনপে) প্রতিবেদনে দেখা গেছে, ১ বছরে আমাজনে বন উজাড় বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ ।
ছবি: সংগৃহীত

গত ১৫ বছরের মধ্যে ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বন উজাড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার (ইনপে) প্রতিবেদনে দেখা গেছে, ১ বছরে আমাজনে বন উজাড় বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ ।

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমাজন প্রায় ৩ মিলিয়ন প্রজাতির গাছপালা-প্রাণী এবং ১ মিলিয়ন আদিবাসীর আবাসস্থল। বৈশ্বিক উষ্ণায়নের গতি কমানোর ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় 'কার্বন স্টোর' এটি।

সবশেষ তথ্য অনুসারে, ২০২০-২১ সময়কালে ব্রাজিলের আমাজনের প্রায় ১৩ হাজার ২৩৫ বর্গ কিলোমিটার উজাড় হয়ে গেছে। ২০০৬ সালের পর থেকে এটি সর্বোচ্চ।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শাসনামলে আমাজনে বন উজাড় বেড়েছে। বনে কৃষি ও খনি কার্যক্রমকে উৎসাহিত করেছেন তিনি।  

কপ২৬ জলবায়ু সম্মেলনে অন্যান্য দেশের সঙ্গে ব্রাজিল ২০৩০ সালের মধ্যে বন উজাড়ের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে।

Comments

The Daily Star  | English

Rain, at last, in some parts of Dhaka

After a month-long severe heatwave, Dhaka experienced rain and thundershowers in parts of the capital last night

1h ago