অপরাধ ও বিচার

নটরডেম শিক্ষার্থী নাঈমকে চাপা দেওয়া সেই গাড়ির মূল চালক গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তানে নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির মূল চালক হারুন। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সদরদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তানে রাস্তা পারাপারের সময় নাঈম হাসানকে চাপা দেয় ডিএসসিসি ময়লাবাহী একটি গাড়ি। এতে নাঈম গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে গাড়িটিকে জব্দ করা হয় এবং সেসময় এর চালক রাসেলকে আটক করা হয়। পরে পুলিশ জানায়, ডিএসসিসির সেই ময়লার গাড়ির মূল চালক ছিলেন হারুন। তিনিই রাসেলকে গাড়ির চাবি দিয়েছিলেন। 

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

9h ago