অপরাধ ও বিচার

অর্থপাচার মামলায় চলচ্চিত্র প্রযোজক নজরুল রাজের জামিন নামঞ্জুর

১৮ কোটি টাকা অর্থপাচারের মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

১৮ কোটি টাকা অর্থপাচারের মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি যথাযথভাবে উপস্থাপন না হওয়ায় খারিজের আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক দ্য ডেইলি স্টারকে জানান,  অপরাধের গুরুত্ব বিবেচনা করে নজরুল ইসলাম রাজকে হাইকোর্ট জামিন দিতে নামঞ্জুর করেছেন।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত ১৮ কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশ রাজের বিরুদ্ধে বানানী থানায় মামলাটি করেন।

তিনি আরও জানান, ৪ আগস্ট রাজের বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ১২ অক্টোবর তাকে অর্থপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জামিনের আবেদনের শুনানির সময় আইনজীবী একে রাশেদুল হক রাজের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন।

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

1h ago