বিশ্ব

বিশ্বে নবীনতম প্রজাতন্ত্র বার্বাডোজ

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোজ এখন বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এতদিন দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন। সোমবার মধ্যরাতে দেশটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র থেকে বেরিয়ে এসেছে।
ছবি: রয়টার্স

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোজ এখন বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এতদিন দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন। সোমবার মধ্যরাতে দেশটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র থেকে বেরিয়ে এসেছে।

ব্রিটেনের রাজপরিবারের প্রিন্স চার্লসের উপস্থিতিতে দেশটির স্বাধীনতার ৫৫ বছর পূর্তির দিনে এই রাজনৈতিক উত্তরণ ঘটেছে। রাজধানী ব্রিজটাউনে রাতভর চলা অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডেম স্যান্ড্রা মেসন।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দাস ব্যবসার জন্য কুখ্যাত হয়ে আছে ব্রিটেনের দুই শতাব্দীর ঔপনিবেশিক শাসন। অনুষ্ঠানে প্রিন্স চার্লস সেই অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের কথা স্বীকার করে নেন। আটলান্টিকের দুই পাড়ের মধ্যে দাস ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।

আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ঘোষণার অনুষ্ঠানে সোমবার মধ্যরাতে ব্রিটিশ রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুরনো পতাকা নামিয়ে নতুন পতাকা উত্তোলন করা হয়।

বার্বাডোজের পপ তারকা রিয়ান্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Army now has public trust as it stands by the people: PM

Prime Minister Sheikh Hasina today said the country's army has earned public trust and confidence by standing beside the people

1h ago