ডিসেম্বরে একগুচ্ছ বাংলা সিনেমার মুক্তি

বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে একগুচ্ছ বাংলা সিনেমা। গত ২ বছর করোনা মহামারির বিভিন্ন বাধা পেরিয়ে একসঙ্গে এতোগুলো ঢাকাই বাংলা সিনেমার মুক্তি চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে আশার আলো জ্বালিয়েছে।
‘মিশন এক্সট্রিম’। ছবি: সংগৃহীত

বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে একগুচ্ছ বাংলা সিনেমা। গত ২ বছর করোনা মহামারির বিভিন্ন বাধা পেরিয়ে একসঙ্গে এতোগুলো ঢাকাই বাংলা সিনেমার মুক্তি চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে আশার আলো জ্বালিয়েছে।

এ মাসে মুক্তির তালিকায় প্রথম সিনেমা 'মিশন এক্সট্রিম'। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন আহমেদ ও ঐশী। আগামী ৩ ডিসেম্বর দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

লাল মোরগের ঝুঁটি সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে নূরুল আলম আতিক পরিচালিত 'লাল মোরগের ঝুঁটি'। পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত সিনেমাটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনিরসহ অনেকে।

কালবেলা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

১০ ডিসেম্বরেই মুক্তি পাবে সাইদুল আনাম টুটুল পরিচালিত 'কালবেলা'। ২০১৭-১৮ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাটির শুটিং শেষ করেই ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মারা যান এর নির্মাতা। তার সহধর্মিণী অধ্যাপক মোবাশ্বেরা খানমের নেতৃত্বে অসমাপ্ত কাজগুলো শেষ হয়। মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রধান ২টি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ ও শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জসহ অনেকেই। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

১৭ ডিসেম্বর মুক্তির তালিকায় রয়েছে রকিবুল আলম রকিব পরিচালিত 'বিয়ে আমি করবো না'। এই সিনেমায় অভিনয় করেছেন তানহা তাসনিয়া, ইমন, কাজী হায়াৎ।

আগামীকাল সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অঞ্জন আইচ পরিচালিত সিনেমা 'আগামীকাল'। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইমন, শতাব্দী ওয়াদুদ ও সূচনা আজাদ।

রাত জাগা ফুল সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বছরের শেষ দিনে মুক্তি পাবে মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা 'রাত জাগা ফুল'। এই সিনেমায় অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, জয়রাজ, মামুন অপু, মাজনুন মিজান, আব্দুল্লাহ রানা, তানভীরসহ অনেকেই।

এ ছাড়াও, এইচআর হাবিব পরিচালিত 'ছিটমহল' ও কাজল কুমার পরিচালিত 'অবাস্তব ভালোবাসা' মুক্তির অপেক্ষায় রয়েছে।

Comments

The Daily Star  | English

Four of a family among five killed as private car, truck collide in Habiganj

The family members met the tragic accident while returning home after receiving someone at Dhaka airport

2h ago