বন্যপ্রাণী

নড়াইলে উদ্ধার ঘড়িয়াল রাজশাহীর পদ্মায় অবমুক্ত

নড়াইলে জেলেদের জালে ধরা পড়া একটি ঘড়িয়াল রাজশাহীর পদ্মায় অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রেলবাজার এলাকায় পদ্মা নদীতে সেটিকে ছাড়া হয়।
ছবি: সংগৃহীত

নড়াইলে জেলেদের জালে ধরা পড়া একটি ঘড়িয়াল রাজশাহীর পদ্মায় অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রেলবাজার এলাকায় পদ্মা নদীতে সেটিকে ছাড়া হয়।

রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘড়িয়ালটি গত ২৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে জেলেদের জালে আটকা পড়ে।

২৮ ইঞ্চি দৈর্ঘ্যের ও ২ কেজি ওজনের এই ঘড়িয়ালটিকে পরে উদ্ধার করে রাজশাহীতে আনা হয়।

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

1h ago