ক্যাট-ভিকির বিয়ে ৭ ডিসেম্বর, অতিথিদের জন্য ৫৯ শর্ত

বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি। তবে এ বিয়ে নিয়ে সংশয় অনেকটা দূর করলেন রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার প্রশাসক রাজেন্দ্র কিশন।
ছবি: সংগৃহীত

বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি। তবে এ বিয়ে নিয়ে সংশয় অনেকটা দূর করলেন রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার প্রশাসক রাজেন্দ্র কিশন।

সেখানকার একটি বিলাসবহুল রিসোর্টে ক্যাটরিনা-ভিকির বিয়ে হবে তিনি জানিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস'র প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার জেলা প্রশাসকের পক্ষ থেকে জানা গেছে, যেহেতু ভিআইপি বিয়ে তাই তাদের নিরাপত্তা নিয়ে তোড়জোড় চলছে এই এলাকায়। সার্বিক আয়োজন নিয়ে গত ৩ ডিসেম্বর বৈঠক হয়েছে।

বৈঠক শেষে জেলা প্রশাসক রাজেন্দ্র কিশন বলেন, 'বিয়ের অনুষ্ঠানে মোট ১২০ জন অতিথি আসবেন। তাদের সবাইকে কোভিড বিধি মেনে চলতে হবে। তাদের করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে।'

বিয়ের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির গাড়িতে বিশেষ স্টিকার থাকতে হবে বলেও জানান তিনি।

রাজস্থানে অন্তত ৪৫টি হোটেলে বুকিং দেওয়া আছে। বিয়ের অনুষ্ঠানে অতিথিরা কোনো ক্যামেরা ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া আরও ৫৯টি শর্ত দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের জন্যে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস দুর্গে আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর বসবে বিয়ের আসর। বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন এই জুটি।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago