অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)। ছবি: পিআইডি

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে।

আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকে আমাদের লক্ষ্য ছিল আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করবো, দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করবো। কৃষি উৎপাদনের ক্ষেত্রে যতগুলো গবেষণা প্রতিষ্ঠান সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই গড়া। সেই বিষয়টা গুরুত্ব দিয়ে এক দিকে কৃষিতে যেমন আমাদের গবেষণা চলছে, অন্যদিকে শিল্পায়নের ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে উদ্যোগ নিই। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বেসরকারি খাতটাকে আমি উন্মুক্ত করে দিই। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করি।

আমাদের জনসংখ্যা অনেক বেশি, জায়গা অনেক কম। শিল্পায়নের ক্ষেত্রে বড় শিল্পের পাশাপাশি আমাদের ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, বাজারি শিল্প বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলা প্রয়োজন। যাতে এক দিকে কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে মানুষ স্বল্প পুঁজি দিয়েই উৎপাদন করতে পারবে, বাজারজাত করতে পারবে, আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছি, বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং শিল্প খাতের উন্নতি করতে হবে। আমাদের লক্ষ্য দারিদ্র্য বিমোচন, মানুষের আয় বৃদ্ধি করা। পাশাপাশি আমাদের নারী সমাজ, তারাও যেন অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে। যেটা তার সংসারে কাজে লাগবে আবার দেশের কাজেও লাগবে।

নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছি উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। আমাদের কিছু লক্ষ্য নির্ধারণ করা আছে। ২০০৮ সালে যখন নির্বাচনে জয়ী হই, আমাদের ইশতেহারে রূপকল্প ২০২১ ঘোষণা দিয়েছিলাম—২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এই সুবর্ণ জয়ন্তীর বছরে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এসএমই নীতিমালা ২০১৯ প্রণয়ন করেছি। জিডিপিতে এসএমই খাতের বিদ্যমান অবদান ২৫ শতাংশ। ২০২৪ সালের মধ্যে সেটা যেন ৩২ শতাংশে উন্নীত হয় তা আমাদের এই নীতিমালায় নির্দিষ্ট করে দিয়েছি। আমাদের সেভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার। ২০০৭-০৮ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল ১৭ দশমিক ৭৭ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে ৩৪ দশমিক ৯৯ শতাংশে উন্নীত হয়েছে। অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে।

আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম, বাধা সৃষ্টি করল করোনাভাইরাস। শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতি স্থবির হয়ে গেছে। যার ফলাফল আমাদেরও ভোগ করতে হয়েছে। এই কারণে আমাদের জিডিপি কিছুটা কমে গেছে। তবে আমি বলবো, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা খুব বেশি পিছিয়ে যাইনি, বরং অনেক উন্নত দেশ তারাও কিন্তু এতটা অর্জন করতে পারেনি। এটা আমাদের নীতিমালা ও প্রণোদনার কারণেই সম্ভব হয়েছে।

নারী উদ্যোক্তা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা এক সময় পিছিয়ে থাকত। তাদের মধ্যে খুব একটা উদ্যোক্তা ছিল না। এখন নারীরা এগিয়ে আসছে এবং তাদের অগ্রাধিকার প্রদানসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প সৃষ্টির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিক পালন রাখছে। আমি পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন। আপনারা স্ত্রীর নামে যদি এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন তাহলে সংসারের সঙ্গে সঙ্গে মেয়েরা কিন্তু শিল্পায়নও করতে পারবে। তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা আপনারা দেবেন, তাতে বাধা দিয়েন না।

Comments

The Daily Star  | English
Abnormally high-priced purchases by Power Grid Company of Bangladesh

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

12h ago