বাংলাদেশ

বিজয়ের ৫০ বছর: ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের বিজয় দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক ঘোষণা থেকে এই তথ্য জানা গেছে।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিজয় দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক ঘোষণা থেকে এই তথ্য জানা গেছে।

আজ সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে বলেন, 'উভয় দেশ যে দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, তার প্রতিফলন হলো ঐতিহাসিক অনুষ্ঠান উপলক্ষে কোবিন্দের আসন্ন সফর।'

২০১৭ সালে দেশটির শীর্ষ সাংবিধানিক পদ গ্রহণের পর এটিই হবে কোবিন্দের প্রথম বাংলাদেশ সফর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, 'রাষ্ট্রপতি কোবিন্দের সফর দুদেশের ঐতিহাসিক-সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে বহুমুখী ও অপরিবর্তনীয় অংশীদারিত্বকে আরও বেশি সুসংহত ও শক্তিশালী করার জন্য উভয় দেশের যৌথ আকাঙ্ক্ষাকেও পুনর্ব্যক্ত করে।'

দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা জানান, বাংলাদেশ সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।

এ ছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও আশা করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে যোগ দিতে গত ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

7h ago