যাওয়া-আসা

মধ্যপ্রাচ্যের ফ্লাইটের টিকেটের দাম নিয়ন্ত্রণে রেগুলেটরি বোর্ড গঠনের আহ্বান আটাবের

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যেতে এয়ারলাইনসগুলোর টিকেটের দাম নিয়ন্ত্রণে একটি নিয়ন্ত্রক বোর্ড গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যেতে এয়ারলাইনসগুলোর টিকেটের দাম নিয়ন্ত্রণে একটি নিয়ন্ত্রক বোর্ড গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ আহ্বান জানায়।

সংগঠনটি জানায়, গত নভেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমনেচ্ছু যাত্রীদের টিকেটের মূল্য ছিল ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা হয়েছে।

টিকেটের এ মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক ও অনভিপ্রেত উল্লেখ করে আটাব জানায়, ফ্লাইটে অতিরিক্ত খরচের জন্য হাজার হাজার বাংলাদেশী অভিবাসী শ্রমিক যথাসময়ে তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না।

সংবাদ সম্মেলনে আটাব সভাপতি মনছুর আহামেদ কালাম জানান, দুবাই ও আবুধাবি রুটে আগে ভাড়া ছিল ৪০ হাজার টাকা। বর্তমান তা ৮৭ হাজার টাকা। মাস্কাট রুটে আগে ভাড়া ছিল ৩৫ হাজার টাকা। বর্তমান এটি ৭২ হাজার টাকা। সৌদি আরব যেতে আগে ৪২ হাজার টাকা লাগলেও, বর্তমানে খরচ হয় ৭৫ হাজার টাকা।

তিনি বলেন, 'প্রবাসী অভিবাসীদের টিকেটের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রধান কারণ হলো এয়ারলাইনসগুলোর অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি। প্রায় সব এয়ারলাইনস তাদের মধ্যপ্রাচ্যগামী গন্তব্যে ভাড়া দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়িয়েছে।'

এ সংকট সমাধানে আটাব ৪ দফা প্রস্তাব দিয়েছে। এসবের মধ্যে আছে-প্রবাসী কর্মীদের সুবিধার্থে বিশেষ ভাড়া নির্ধারণে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং এয়ারলাইনসগুলোর অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রোধে একটি রেগুলেটরি বোর্ড গঠন করা।

Comments

The Daily Star  | English

Fire in Sundarbans: Water crisis likely to increase due to low tide in rivers

Coast guard, forest dept, police, local admin join fire service to douse the fire

Now