প্রতারণার নতুন ফাঁদ ‘ডেটিং অ্যাপ’

টিন্ডার, ট্যানট্যান ও মাম্বা এর মতো ডেটিং অ্যাপ ব্যবহার করে আর্থিক প্রতারণা, এমনকি অপহরণ করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগ গত বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তারের পর দ্য ডেইলি স্টারকে এ বিষয়ে বিস্তারিত জানায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—সোনিয়া মেহের (১৮), তার পিতা আব্দুল জলিল হাওলাদার (৫৬) ও তাদের সহযোগী ইউসুফ মোল্লা (৪৩)।
তদন্তকারীরা জানান, সোনিয়া প্রথমে অ্যাপের মাধ্যমে পুরুষদের লক্ষ্যবস্তু করতেন। তারপর ক্রমশ তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সুনির্দিষ্ট একটি জায়গায় দেখা করার আমন্ত্রণ জানাতেন। সেখানে আগে থেকে তার পিতা জলিল ও সহযোগী ইউসুফ উপস্থিত থাকতেন। উল্লেখিত ব্যক্তি সেখান পৌঁছলে জলিল ও ইউসুফ তাকে অপহরণ করে যাত্রাবাড়ীর একটি ফ্ল্যাটে আটকে আপত্তিকর ছবি তুলে রাখতেন।
এমনই প্রতারণার শিকার একজন গত ২৮ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করার পর সাইবার ক্রাইম বিভাগ ওই ৩ জনকে গ্রেপ্তার করে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার দ্য ডেইলি স্টারকে জানান, বাংলাদেশে প্রায় ২০টির মতো ডেটিং অ্যাপের ব্যবহার রয়েছে। এসব অ্যাপের অপব্যবহার নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছে পুলিশ।
তিনি বলেন, 'এ কারণে আমরা দেশে এ ধরনের অপরাধ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে লিখিতভাবে এসব অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করার আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছি।'
অনুবাদ করেছেন মোহাম্মদ ইশতিয়াক খান
Comments