ইউরোপ

আটলান্টিকে ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষ

উত্তর আটলান্টিকে টহলরত ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজের সঙ্গে রাশিয়ার এক সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস নর্থম্বারল্যান্ড। ছবি: সংগৃহীত

উত্তর আটলান্টিকে টহলরত ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজের সঙ্গে রাশিয়ার এক সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আজ শুক্রবার বিবিসি জানায়, সাবমেরেনটি যখন এইচএমএস নর্থম্বারল্যান্ড যুদ্ধজাহাজে আঘাত করে তখন সেটিকে ট্র্যাক করা হয়। সেসময় সাবমেরেনটির পেছনে একটি ভাঙা টুকরো ভাসতে দেখা যায়।

ঘটনাটি ২০২০ সালের শেষের দিকের এবং একজন টেলিভিশনকর্মী সেটিকে ক্যামেরায় ধারণও করেছেন। তিনি সেসময় একটি ডকুমেন্টারির জন্য ভিডিও করছিলেন।

তবে সংঘর্ষটি ইচ্ছাকৃত ছিল এমন সম্ভাবনা কম বলে জানিয়েছে যুক্তরাজ্যের এক প্রতিরক্ষা সূত্র।

এ ঘটনায় রুশ সাবমেরিনটির কী ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। তবে ব্রিটিশ যুদ্ধজাহাজটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সেটিকে স্কটল্যান্ডের বন্দরে ফিরিয়ে নেওয়া হয়।

ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজগুলো উত্তর আটলান্টিকে নিয়মিত টহল দেয়। সম্প্রতি ওই অঞ্চলে রাশিয়ান সাবমেরিনের গতিবিধি বেড়েছে।

Comments

The Daily Star  | English

Fire in Sundarbans: Water crisis likely to increase due to low tide in rivers

Coast guard, forest dept, police, local admin join fire service to douse the fire

11m ago