হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা

হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে একটি গ্যাং তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে।
ওয়েসলি অ্যামাডি। ছবি: সিএনএন

হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে একটি গ্যাং তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে।

আজ শুক্রবার সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রটি জানিয়েছে, টি মাকাক গ্যাং পোর্ট-অ-প্রিন্সের পেশন-ভিলে এলাকায় এই হত্যাকাণ্ড চালিয়েছে। হামলার উদ্দেশ্য ও বিস্তারিত বিবরণ এখনো স্পষ্ট নয়।

সূত্র জানায়, ওই ঘটনায় একজন সাংবাদিক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

হাইতিয়ান রেডিও ইকোউট এফএম নিশ্চিত করেছে, তাদের কর্মী জন ওয়েসলি অ্যামাডি ওই এলাকার নিরাপত্তার নিয়ে রিপোর্ট করার জন্য তথ্য সংগ্রহ করছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমাডিকে সশস্ত্র দস্যুরা 'নির্মমভাবে গুলি করে এবং পুড়িয়ে হত্যা করেছে'।

এই ঘটনাকে জীবনের অধিকারের ওপর গুরুতর আক্রমণ অভিহিত করে রেডিও ইকোউট বলেছে, 'আমরা এই অপরাধমূলক এবং বর্বর কাজের তীব্র নিন্দা জানাই।'

Comments

The Daily Star  | English

Rain, at last, in some parts of Dhaka

After a month-long severe heatwave, Dhaka experienced rain and thundershowers in parts of the capital last night

1h ago