ব্যাটারদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন ব্যাটিং কোচ

সহজাতভাবেই ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা সুইং বোলিং করে থাকেন। তার উপর এদিন তাদের লেংথও ছিল নিখুঁত। এমন পরিস্থিতিতে কিউই পেসারদের অফস্টাম্পের বাইরের বল খেলতে না যাওয়াই ছিল বুদ্ধিমানের কাজ। সেখানে বেশিভাগ বল ব্যাটে খেলতে চেয়েছেন টাইগার ব্যাটাররা। তাতে কিউইদের কাজটা আরও সহজ হয়েছে। রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

সহজাতভাবেই ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা সুইং বোলিং করে থাকেন। তার উপর এদিন তাদের লেংথও ছিল নিখুঁত। এমন পরিস্থিতিতে কিউই পেসারদের অফস্টাম্পের বাইরের বল খেলতে না যাওয়াই ছিল বুদ্ধিমানের কাজ। সেখানে বেশিভাগ বল ব্যাটে খেলতে চেয়েছেন টাইগার ব্যাটাররা। তাতে কিউইদের কাজটা আরও সহজ হয়েছে। রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

ক্রাইস্টচার্চে সোমবার অদ্ভুত এক দিন কাটালো বাংলাদেশ। নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম একাই যে রান করেছেন, পুরো বাংলাদেশ দল করল ঠিক তার অর্ধেক রান। অর্থাৎ মাত্র ১২৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করে। লাথামের ২৫২ রানের ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ পায় দলটি। লিডও মিলল বিশাল।

এদিন অধিনায়ক মুমিনুল ছাড়া প্রথম সারীর পাঁচ ব্যাটারের বাকি চার জন আউট হয়েছেন ওই অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। হয় ক্যাচ দিয়েছেন কিপারকে, অথবা স্লিপে। এরপর ছয় নামা ইয়াসির আলী ও সাতে নামা নুরুল হাসান সোহান দায়িত্ব না নিতে পারলে বাংলাদেশের অবস্থা হতে পারতো আরও করুণ। ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৬০ রানের জুটিটি আসে এ দুই ব্যাটারের কাছ থেকে।

অথচ ঠিক উল্টোটাই করেছিল নিউজিল্যান্ডের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের অফস্টাম্পের বাইরে রাখা ভালো বলগুলো সবই ছেড়ে দিয়েছিল তারা। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও বললেন এমনটাই, 'আমরা কিউইদের কাছ থেকে শিখেছি যে অফ স্টাম্পের বাইরে অনেক বল তারা ছেড়ে দিয়েছে। এটা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের একটু বেশি স্বাভাবিকভাবেই আসে। তারা বাউন্সি সারফেসে খেলে।'

বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকেও এমন কিছু আশা করেছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, 'আমাদের ছেলেরা অনেক বেশি বল খেলে। আমার মনে হয় মাউন্টে আমরা ভালো বল ছেড়েছি এবং ব্যাকফুটে ভালো খেলেছি। আমি মনে করি আজকেও আমরা আরও বেশি বল ছাড়তে পারতাম। আশা করি আগামীকাল আমরা একটি ভালো শুরু করতে পারব। আমি মনে করি আমরা অফস্টাম্পের বাইরে আরও কিছু বল ছাড়তে পারি যাতে তারা আমাদের দিকে সোজা বল করে।'

এছাড়া প্রথম দিনের তুলনায় এদিন ব্যাটিং করাটা কিছুটা কঠিন ছিল বলেও মনে করেন প্রিন্স, 'আমাদের ব্যাটিং লাইন আপের জন্য আজ কঠিন দিন ছিল। নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছিল। তারা বলে সুইং পেয়েছে। পিচেও কিছু খাঁদও ছিল। গতকাল পিচ কিছুটা নরম হতে শুরু করেছিল। এটা আজ দ্রুত হয়েছে। তবে গতকালের নরম পৃষ্ঠে কয়েকটি খাঁদও হয়ে গেছে। যখন পিচ একটু শক্ত এবং দ্রুত হয় এবং বল ওই খাঁদে আঘাত করে, তখন এটা সত্যিই কঠিন। কিউইরা সুইংও পেয়েছে। তারা আজ সত্যিই ভালো বোলিং করেছে।'

Comments

The Daily Star  | English

Road Surface Melting: Bargain bitumen failing to bear extreme heat

As the country is baking in heatwave, road surfaces in several districts have melted due to what experts say is the use of bitumen that cannot withstand this extreme heat.

6h ago