করোনাভাইরাস

২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে ৮.৯৭ শতাংশ, মৃত্যু ২

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১০৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৭০৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ। গতকাল ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনের করোনা শনাক্ত হলো।

Comments

The Daily Star  | English

Will there be any respite from inflation?

To many, especially salaried and fixed-income individuals, this means they will have no option but to find ways to cut expenditures to bear increased electricity bills.

6h ago