না. গঞ্জ সিটি নির্বাচনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য: এসপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-২০২১ উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মতবিনিময় সভা হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য কাজ করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন নির্বাচন-২০২১ উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মতবিনিময় সভায় এসপি এসব কথা বলেন।

জায়েদুল আলম বলেন, 'নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছি। আমরা নির্বাচনী মাঠের পর্যবেক্ষণ করেছি। কিছু কিছু ওয়ার্ডে টানটান উত্তেজনা আছে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১, ২, ৬ নং ওয়ার্ডসহ শহর ও বন্দরে কয়েকটি ওয়ার্ড আছে। সেখানে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে সাদা পোশাকে পুলিশ, জেলা পুলিশ ও র‌্যাবের টহল অব্যাহত আছে। এভাবে নির্বাচনের আগে কাজ চলমান আছে। আর নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫ জন করে পুলিশ সদস্য থাকবে। প্রতিটি ওয়ার্ডে দুইয়ের বেশি মোবাইল টিম থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং পার্টি থাকবে। দুইশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন থাকবে। এছাড়াও প্রিজনভ্যানসহ অন্যান্য অনুষঙ্গিক সরঞ্জাম থাকবে। এছাড়া র‌্যাব, বিজিবি, আনসার থাকবে।

তিনি বলেন, 'আমাদের ভোটকেন্দ্রের সংখ্যা ১৯২টি। আর অল্প জায়গার ভেতরে আমাদের সিটি করপোরেশন। এমনও দেখা যাবে একটি প্রতিষ্ঠানেই একাধিক ভোট কেন্দ্র থাকবে। অর্থাৎ এটি প্রতিষ্ঠানেই শতাধিক পুলিশ সদস্য থাকবে। এমনও সময় আসবে ভোটারের চেয়ে আইনশৃঙ্খলাবাহিনীই বেশি দেখা যাবে। আমি বলতে পারি যে কোনো নির্বাচনে এতো অল্প জায়গায় এতো সংখ্যাক ফোর্স ইতোমধ্যে কখনো মোতায়ন হয়নি যেটি নারায়ণগঞ্জে এ নির্বাচনে হচ্ছে এবং হবে। নির্বাচনের পরও আমাদের বেশির ভাগ ফোর্স মোতায়েন থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, রিটানিং অফিসার মাহফুজা আক্তার, সহকারী রিটার্নিং অফিসার মো. মতিয়ুর রহমান প্রমুখ।

Comments

The Daily Star  | English

One third of RMG factories yet to implement new wage: study

In spite of a government directive given in December 2023 for increasing minimum wages in the readymade garment (RMG) sector, nearly one third of factories have failed to implement a revised pay scale, according to a new study.

50m ago