রিভিউ খারিজ, জামিন পাচ্ছেন না ডেসটিনির রফিকুল

৪ হাজার ২০০ কোটি টাকার ২টি অর্থপাচার মামলায় জামিন চেয়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিনের করা পৃথক ২টি রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে পিটিশন খারিজ করে আদেশ দেন।
আদালতে রফিকুল আমিনের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কারাগার থেকে মুক্তি দেওয়া যাবে না রফিকুল আমিনকে।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী সরকারকে অর্থ পরিশোধ না করায় ২০২০ সালের ২০ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন।
এরপর কারাগারে থাকা রফিকুল আমিন হাইকোর্টের খারিজ আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে ২টি আবেদন করেন।
২০১৬ সালের ১৩ নভেম্বর ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে কোম্পানির বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় থাকা ৩৫ লাখ পরিপক্ক গাছ বিক্রি করে ৬ সপ্তাহের মধ্যে সরকারকে ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধের শর্তে জামিন দেন আপিল বিভাগ।
খুরশীদ আলম খান জানান, রফিকুল ও মোহাম্মদ হোসেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এখনো টাকা পরিশোধ করেননি।
Comments