বেশি সুবিধা কখনো পাইনি, এবারও পাচ্ছি না: আইভি

selina hayat ivy
সেলিনা হায়াৎ আইভী। স্টার ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, 'সরকারদলীয় প্রার্থী হিসাবে বেশি সুবিধা কখনো পাইনি, এবারও পাচ্ছি না।'

আজ বৃহস্পতিবার সকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ ছাড়া এবারও ভোটের সমীকরণ নৌকার দিকে যাচ্ছে মন্তব্য করে আইভি বলেন, 'আগেও (ভোটের সমীকরণ) ছিল নৌকার পক্ষে, এখনো আছে। আগামী ২ দিনও থাকবে। ১৬ তারিখ মানুষ নৌকায় ভোট দেবে।'

ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আইভি বক্তব্য, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতির দিকে যায় তাহলে প্রশাসনতো আছেই। এখানে যৌথ প্রশাসন কাজ করছে, এটা তারা দেখবে। আমার এটা দেখার সময় নেই। আমার এখন জনগনের কাছে যেতে হবে। জনতার ভোট চাইতে হবে।'

ভোটের পরিবেশ সুন্দর রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা ২ মেয়াদের মেয়র আইভি বলেন, 'নির্বাচনের আগে একটু সমস্যা হতেই পারে। আমি মনে করি এজন্য প্রশাসন অত্যন্ত সচেতন। তারা এগুলো দেখাশোনা করবে। আমার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। এর আগেও তিনটা নির্বাচন হয়েছে। সেখানেও টানটান উত্তেজনা ছিল। কিন্তু দিন শেষে,  রাত শেষে সবাই ভোট দিতে গেছে। পরিবেশ খুব সুন্দর ছিলো।'

এবারের নির্বাচনে নতুন ভোটারদের ভোট পাওয়ার প্রত্যাশা করে আইভি বলেন, 'নতুন প্রজন্ম মনে করে আমি সততা দিয়ে, ইমানের সহিত, নিষ্ঠা দিয়ে, দলের কর্মী হিসাবে দায়িত্ব পালন করেছি। তদ্রুপ দল-মতের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। নতুন ভোটাররা এগুলো পছন্দ করে। আমি পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে কথা বলি।  মিথ্যার আশ্রয় কখনো নেই না। এজন্য নতুন ভোটারা আমাকেই ভোট দেবে।

নেতা-কর্মীদের ধড়-পাকড়ের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে আইভির বক্তব্য, 'কাকে গ্রেপ্তার করছে আমি জানি না। সেটা আইনশৃঙ্খলা বাহিনী জানে। আমি সহিংসতা করি না। কাউকে কিছু করতে নির্দেশও দেই না।

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago