ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লাখ ৬৪ হাজার, শনাক্তের হার ১৪.৭৮ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এটি ২৩৯ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৮ শতাংশ।
মুম্বাইয়ের একটি রেল স্টেশনে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রয়টার্স ফাইল ফটো।

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এটি ২৩৯ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৮ শতাংশ।

এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৫ জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জন।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা গতকালের চেয়ে ৪ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৫৩ জন হয়েছে। গতকাল ছিল ৫ হাজার ৪৮৮ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজ্যগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সর্বোচ্চ ৪৬ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৬ জন। রাজ্যটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন।

দিল্লিতে ২৮ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ২৪ ঘণ্টার চেয়ে ২৯ শতাংশ বেশি।

কেরালায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪৬৮ জন এবং মারা গেছেন ১১৭ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৫৫ কোটি ৩৯ লাখ ৮১ হাজার ৮১৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

People with Hajj visas can only travel to Jeddah, Medina and Makkah: KSA

Saudi Arabia has recently announced new rules regarding the issuance of Hajj visas, specifying that the visa will only permit travel to Jeddah, Medina, and Makkah

32m ago